রাজধানী ফেরেনি সেই চিরচেনা রূপে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩


রাজধানী ফেরেনি সেই চিরচেনা রূপে
ছবিটি রাজধানীর আব্দুল গণি রোড থেকে তোলা

পবিত্র ঈদুল আজহার টানা ৫ দিনের ছুটি শেষ হয়েছে। ঈদ উদযাপন শেষে বেশির ভাগ মানুষই ফিরতে শুরু করেছেন নিজ কর্মস্থলে। এদিন সরেজমিনে রেল স্টেশন, বাস, লঞ্চ, ও টার্মিনালগুলোতে ভিড় বেশি দেখা গেছে।


তবে ঢাকায় ফেরা মানুষের ভিড়ে আলাদা কোনো চাপ দেখা যায়নি সড়কে। বরং এখনও বেশ ফাঁকা রয়েছে ঢাকা।


বাস আর লঞ্চের পাশাপাশি ট্রেনে করেও ফিরছেন অনেক যাত্রী। তবে কমলাপুরে সকালের ট্রেনগুলো কিছুটা বিলম্বে পৌঁছাচ্ছে। 


জানা গেছে, ঈদের ছুটিতে মহাসড়কে ছিল না চিরচেনা যানজটের ভোগান্তি। এতে নির্বিঘ্নে ঈদে বাড়িতে ফিরতে পেরেছে মানুষ।


আরও পড়ুন: ছুটি শেষে সড়ক পথে রাজধানী ফিরছেন কর্মজীবীরা


ঢাকামুখী মানুষরা জানান, এবারের ঈদযাত্রা বেশ স্বস্তিদায়ক ছিল। পরিবারের সঙ্গে ভালোভাবেই ঈদ উদযাপন করতে পেরেছি। 


ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। আর ঢাকাও তাই এখন অনেকটাই ফাঁকা। রাজপথেও নেই চিরচেনা যানজট।


আজ প্রথম কর্মদিবস হওয়ায় সড়কে যাত্রীর চাপের সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে মহাসড়ক। চোখে পড়েনি যানজট। 


দায়িত্বরত ট্রাফিক পুলিশরা জানিয়েছেন, ঈদ শেষে প্রথম কর্মদিবস হলেও এখনও অনেকেই ছুটিতে বাড়িতে আছেন। তারা ধীরে ধীরে ফিরবেন। তাই সড়কে এখনও সেভাবে যানজট নেই। তবে দু-তিন দিনের মধ্যেই পুরোনো রূপে ফিরবে ঢাকা।


জেবি/ আরএইচ/