বিদায়ী হাজিদের ২০ লাখ কপি কোরআন উপহার


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩


বিদায়ী হাজিদের ২০ লাখ কপি কোরআন উপহার
ছবি: সৌদি নিউজ এজেন্সি

হজপালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরত হাজিদের মাঝে সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে ২০ লাখ কোরআনের কপি বিতরণ করা হয়েছে। 


সৌদি নিউজ এজেন্সি জানিয়েছে, সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়, দাওয়াহ ও নির্দেশনা বিভাগ শনিবার থেকে কোরআনের ২০ লাখ কপি বিতরণ শুরু করেছে।


চলতি বছরের হজ মৌসুমে চাকরিরত সরকারি কর্মচারীদের উপহারের কপিও বিতরণ করছে মন্ত্রণালয়।


আরও পড়ুন: হাজিদের জন্য কেনা হয়েছে জমজমের পানি


মদিনার কোরআন প্রকাশনা প্রতিষ্ঠান কিং ফাহাদ কমপ্লেক্স থেকে প্রকাশিত কপিগুলো বিভিন্ন আকারের এবং ৭৭ টিরও বেশি ভাষায় এর অনুবাদ করা হয়েছে।


ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ জানিয়েছেন, উপহার হিসেবে পবিত্র কোরআনের কপি পাওয়া সৌভাগ্যের বিষয়। হাজিদের কোরআনের কপি উপহার দেওয়ায় সৌদি নেতৃত্ব ধন্যবাদ পাওয়ার যোগ্য।


জেবি/ আরএইচ/