কমলাপুরে রাজধানীমুখী মানুষের স্রোত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষ রাজধানী ফিরছে কর্মজীবি মানুষেরা। এদিকে গতকাল রবিবার সরকারি বেসরকারি সব অফিস আদালত খুলেছে। টানা কয়েক দিন ছুটির পর কর্মস্থলে যোগ দিতে গত শনিবার থেকেই ঢাকায় ফিরছে মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আজও ট্রেনগুলোতে ছিল উপচেপড়া ভিড়। তবে যাওয়ার সময় যতটুকু কষ্ট ছিল ঢাকায় ফেরার সময় তেমন ভোগান্তি হয়নি বলে জানিয়েছেন যাত্রীরা।
সোমবার (৩ জুলাই) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ঢাকামুখী মানুষের স্রোত দেখা যায়।
আরও পড়ুন: কমলাপুর রেলস্টেশনে কঠোর অবস্থানে পুলিশ
কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস প্ল্যাটফর্মে প্রবেশ করলেও স্টেশনে যাত্রীদের ঢল নামে। তবে নামার সময় তেমন কোনো তাড়াহুড়ো দেখা যায়নি যাত্রীদের। স্টেশন গেটে কঠোর অবস্থানে ছিল কর্তব্যরতরা। টিকিট চেক করে তারপর বের হতে দিচ্ছেন।
গত শুক্রবার সকাল থেকেই ফিরতি ট্রেন যাত্রা শুরু হয়েছে। শনিবার রাত পর্যন্ত কোনোরকম ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঢাকায় ফিরেন মানুষ। খুব একটা ভিড় দেখা যায়নি।
এর আগে গত ২২ জুন থেকে ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়। ২২ জুন দেওয়া হয় ২ জুলাইয়ের টিকিট। যথাক্রমে ২৩ জুন ৩ জুলাইয়ের, ২৪ জুন ৪ জুলাইয়ের, ২৫ জুন ৫ জুলাইয়ের ও ২৬ জুন ৬ জুলাইয়ের টিকিট দেওয়া হয় ফিরতি ট্রেনের টিকিট।
বৃহস্পতিবার (২৯ জুন) সারাদেশে পালিত হয় মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহা। ঈদের ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত নেয় সরকার।
জেবি/ আরএইচ/