মোহাম্মদপুর কৃষি মার্কেটে পানি ঢুকে শতাধিক দোকানের চাল-ডাল নষ্ট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩
টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছিল জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধতায় তলিয়ে যায় মোহাম্মদপুরের কৃষি মার্কেট। লাগাতার বর্ষণে রাজধানীর অন্যতম চালের আড়ত মোহাম্মদপুর কৃষি মার্কেটের শতাধিক দোকানের পানি চাল, ডাল ও চিনি নষ্ট হয়ে গেছে বলে জানা গেছে।
গত শনিবারের ভারি বৃষ্টিপাতের কারণে মার্কেটের সামনে পানি জমতে থাকে। এরপর সেই পানি আস্তে আস্তে দোকানে ঢুকে যায়।
গত বুধবার থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার ঈদের দিন এবং পরদিন শুক্রবারও বৃষ্টি হয়েছে বেশ। এরপর শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ঈদের দিন থেকে কৃষি মার্কেটের পাইকারি দোকানগুলো ছিল বন্ধ। শনিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে পানি জমে গেলে দোকানের মধ্যে পানি ঢুকতে শুরু করে। ফলে সব ভিজে গিয়ে নষ্ট হয় এবং লাখ লাখ টাকার ক্ষতির সন্মুখীন হয়।
আরও পড়ুন: সরিষাবাড়ীতে ভিজিএফ এর চাল বিতরণ
ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী নজরুল ইসলাম জানান, টানা বৃষ্টিতে আমার দোকানে পানি ঢুকে অনেক বস্তা চাল পানির নিচে তলিয়ে গেছে। ঠিক কত বস্তা নষ্ট হয়েছে, সেটা পানি সেচে বের করার পর হিসাব করে বলা যাবে। অনেক টাকার ক্ষতি হয়ে গেছে।
এদিকে ব্যবসায়ীরা অভিযোগ তুলছেন ব্যবসায়ী সমিতির দিকে আর ব্যবসায়ী নেতারা দুষছেন সিটি করপোরেশনকে। ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা অভিযোগ তুলে জানান, ‘পানি নিষ্কাশনের জন্য ব্যবসায়ী সমিতিকে টাকা দিয়েও কোনো ফল পাওয়া যায়নি। ফলে মালিক সমিতির অবহেলাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা।
এক ব্যবসায়ী জানান, প্রতি মাসে এক হাজার টাকা করে চাঁদা দিই। তারপরেও মার্কেটের বিভিন্ন কাজের জন্য বাড়তি টাকা দিয়েছি। টাকা যখন তুলেছে, সঙ্গে সঙ্গে কাজ করলে এই ক্ষতিটা হতো না।
জেবি/ আরএইচ/