চট্টগ্রামে টাইগারদের রুদ্ধদ্বার অনুশীলন


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩


চট্টগ্রামে টাইগারদের রুদ্ধদ্বার অনুশীলন
ছবি: সংগৃহীত

আফগানদেরবিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে রবিবার (২ জুলাই) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রুদ্ধদ্বার অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবারও (৩ জুলাই) একইভাবে অনুশীলন হওয়ার কথা রয়েছে টাইগারদের। এদিন সংবাদ সম্মেলন করবেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে।


ওয়ানডে বিশ্বকাপের আগে আফগানদের বিপক্ষে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজেই বিশ্বকাপ প্রস্তুতি শুরু করতে চায় টিম টাইগার। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান।


আরও পড়ুন: মার্টিনেজের সঙ্গে দেখা করলেন মাশরাফি


সিরিজটি ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ে পঞ্চমস্থানে উঠবে এবং ১০০ রেটিং পয়েন্ট ছাড়িয়ে যাবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫ জুলাই প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ হবে ৮ এবং ১১ জুলাই।


আরও পড়ুন: হাসারাঙ্গাকে তিরস্কার করেছে আইসিসি


কাকতালীয়ভাবে, ৭ অক্টোবর ধর্মশালা ক্রিকেট গ্রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।


৫০ ওভারের এই ফরম্যাটে বাংলাদেশ বরাবরই শক্তিশালী। গত বছরই আফগানদের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দুই দলের মুখোমুখি হওয়া ১১টি ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে ৭টিতে। তবে এবারের আফগানদের ওয়ানডে দলটাও দুর্দান্ত। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হচ্ছে।


জেবি/এসবি