দেশে ফেরা হাজিদের যে নির্দেশনা দিল সৌদি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩


দেশে ফেরা হাজিদের যে নির্দেশনা দিল সৌদি
ফাইল ছবি

হজ পালন শেষে দেশে ফিরতে হাজিদের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় ৪টি নির্দেশনা দিয়েছে। আখবার ২৪ ডট কমের  এক খবরে বলা হয়, বিমানযাত্রায় যেকোনও ধরনের সমস্যা এড়াতে চারটি বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। 


১. যাত্রার আগে তারিখ এবং সময় সম্পর্কে জেনে নিতে হবে।

২. নির্ধারিত সময়ের আগে ব্যাগ গুছিয়ে নিতে হবে।

৩.জিনিসপত্র বহনের ক্ষেত্রে টিকিটে উল্লিখিত ওজনের প্রতি খেয়াল রাখতে হবে।

৪.  টিকিটে উল্লিখিত সময়েই বিমানবন্দরে উপস্থিত হতে হবে।


আরও পড়ুন: হজের ফিরতি ফ্লাইটে ঢাকায় নামল আরও ৪১৯ হাজি


এছাড়াও  হজযাত্রীদের জন্য বহনযোগ্য নয় এমন জিনিসের তালিকা প্রকাশ করেছে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দর কর্তৃপক্ষ তীর্থযাত্রীদের বহন করার জন্য লাগেজের আকার সম্পর্কে জানিয়েছে।


কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তীর্থযাত্রীরা তাদের সঙ্গে নিষিদ্ধ জিনিস বহন না করলে তাদের ভ্রমণ প্রক্রিয়া দ্রুত ও সহজে শেষ করা সম্ভব হবে।


জেবি/এসবি