হজের ফিরতি ফ্লাইটে ঢাকায় নামল আরও ৪১৯ হাজি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:১৩ পূর্বাহ্ন, ৩রা জুলাই ২০২৩


হজের ফিরতি ফ্লাইটে ঢাকায় নামল আরও ৪১৯ হাজি
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

চাঁদ দেখা সাপেক্ষে গেল ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৯ হাজি। এর আগে রবিবার (৩ জুলাই) সন্ধ্যায় ফ্লাইনাস এয়ারলাইন্সের ফিরতি প্রথম ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৩৫ জন হজযাত্রী।


সোমবার (৩ জুলাই) সকাল ৬টা ৫ মিনিটে হাজিদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, গতকাল রবিবার রাতে সৌদি আরবের মদিনা মনোয়ারা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের এই ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। আজ ভোরে বিমানের ওই ফ্লাইটে দেশে আসেন হাজিরা। আনুষ্ঠানিকতা শেষে সকাল সাতটার দিকে তারা বিমানবন্দর থেকে বের হন। এ সময় বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাজিদের পরিবারের সদস্যরা তাদের অভ্যর্থনা জানান।


আরও পড়ুন: বিদায়ী হাজিদের ২০ লাখ কপি কোরআন উপহার


এ সময় সব হাজিকে জমজম কূপের পানির ৫ লিটারের একটি বক্স দেওয়া হয় বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।


আরও পড়ুন: হজ করতে গিয়ে সৌদিতে ১৭ হাজার মুসল্লি গ্রেফতার


এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইনাস এয়ারলাইন্সের ফিরতি প্রথম ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৩৫ জন হজযাত্রী। তখন বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান হাজিদের অভ্যর্থনা জানান।


জেবি/এসবি