দেশে ফিরলেন ৫৯২০ হাজি, মৃত্যু ৭০
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩
চাঁদ দেখা সাপেক্ষে গেল ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে ২ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়ে সোমবার (৩ জুলাই) ভোর পর্যন্ত ১৬টি ফ্লাইটে দেশের ফিরেছেন ৫ হাজার ৯২০ জন হাজী। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৭০ জন হাজি মারা যাওয়ার খরব দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এরমধ্যে সোমবার মারা গেছেন ১১ জন।
ধর্ম মন্ত্রণালয় থেকে হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।
আরও পড়ুন: হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
তথ্য অনুযায়ী, তিন এয়ারলাইন্সের মোট ১৬টি ফ্লাইটে ২ ও ৩ জুলাই দেশে ফিরেছেন ৫ হাজার ৯২০ জন। এ ১৬টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৭টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৭টি।
আরও পড়ুন: হজ করতে গিয়ে সৌদিতে ১৭ হাজার মুসল্লি গ্রেফতার
অপরদিকে, চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৭০ জন হাজি মারা গেছেন। গতকাল এ সংখ্যা ছিল ৫৯ জন। একদিনে মারা গেলেন ১১ জন। এদের মধ্যে ৫৪ জন পুরুষ, ১৬ নারী। যাদের বেশিরভাগই মারা গেছেন মক্কায় ৫৬ জন, মদিনায় ৪, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফা ১ জন।
জেবি/এসবি