আজ আবারও বসবে সংসদ অধিবেশন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৬ এএম, ৪ঠা জুলাই ২০২৩

টানা এক সপ্তাহ বিরতির পর আজ মঙ্গলবার (৪ জুলাই) ফের বসবে সংসদ অধিবেশন। এদিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হবে।
জানা গেছে, চলতি সংসদের ২৩তম এই অধিবেশনটি আগামী ১৪ জুলাই পর্যন্ত চলবে। অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের কথা রয়েছে।
আরও পড়ুন: অ্যাডিশনাল এসপি রাসেল মনির বরখাস্ত
করোনা স্বাস্থ্যবিধি মেনে গেল ৩১ মে সংসদের চলতি অধিবেশন শুরু হয়। পরদিন পহেলা জুলাই নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
আরও পড়ুন: দেশে ফিরলেন ৫৯২০ হাজি, মৃত্যু ৭০
পরে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। আলোচনা শেষে গেল ২৬ জুন সংসদে ওই বাজেট পাস হয়। ওই দিনই সংসদ অধিবেশন মুলতবি করা হয়।
জেবি/এসবি