আজও রাজধানীর রাস্তায় নেই যানবাহনের চাপ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচদিনের ছুটি শেষে সরকারি-বেসরকারি সবধরনের অফিস খুললেও ঢাকার রাস্তায় গণপরিবহনের চাপ এখনো বেশ কম।
ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজি, রিকশাও চলাচল করছে সীমিত পরিসরে। ফলে এখনো রাজধানীর বেশিরভাগ রাস্তা ফাঁকা রয়েছে।
যানজটের নগরীতে যানজট না থাকায় বেশ স্বস্তিতে চলাচল করছেন রাজধানীর বাসিন্দারা। এক স্থান থেকে অন্য স্থানে অল্প সময়েই চলে যাচ্ছেন। গণপরিবহনে উঠতে কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে না।
চাকরিজীবীরা গণপরিবহনে উঠে ঝামেলাহীনভাবেই অফিসে যেতে পারছেন। আবার অফিস থেকে ফিরতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে না। ফলে ঘর থেকে বের হওয়া মানুষগুলোর মুখ থেকে স্বস্তির কথায় শোনা যাচ্ছে।
পরিবহনকর্মীরা জানান, ঈদের ছুটি শেষে অফিস খুলেছে আজসহ দুদিন। অফিস খুললেও ঢাকা ছেড়ে গ্রামে যাওয়া বেশিরভাগ মানুষ এখনো ফিরে আসেননি। ফলে রাস্তায় মানুষের চলাচল কম।
আরও পড়ুন: দৌলতদিয়া ঘাটে রাজধানীমুখী মানুষের ভিড়, দুর্ভোগ নেই
গত ২৯ জুন উদযাপিত হয়েছে মুসলমান ধর্মালম্বীদের বৃহৎ উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদ উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুন নির্ধারিত হয় সরকারি ছুটি। এর সঙ্গে ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
এতে ঈদ উপলক্ষে সরকারি ছুটি মেলে চারদিন। সরকারি ছুটি শেষে শনিবার (১ জুলাই) পড়ে। ফলে আরও একদিন ছুটি বেড়ে যায়। টানা পাঁচদিনের ছুটি শেষে গতকাল রোববার থেকে আবার অফিস শুরু হয়েছে। অফিস শুরু হলেও এখনো বেশিরভাগ অফিসের কর্মীদের একটি অংশ অনুপস্থিত রয়েছে। কারণ তারা ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়েছেন।
জেবি/ আরএইচ/