ছিনতাইকারীমুক্ত না হওয়া পর্যন্ত ঢাকায় পুলিশের বিশেষ অভিযান চলবে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩


ছিনতাইকারীমুক্ত না হওয়া পর্যন্ত ঢাকায় পুলিশের বিশেষ অভিযান চলবে
ছবি: জনবাণী

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানী ঢাকাকে ছিনতাইকারী মুক্ত না করা পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে।


মঙ্গলবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিনতাইকারীর হামলায় আহত ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী প্রযোজক রাকিবুল হাসানকে দেখতে এসে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, আমরা তো গ্রেফতার করছি। অপরাধ নিয়ন্ত্রণে অনেকগুলো স্টেকহোল্ডারের মধ্যে পুলিশ ২০ নাম্বারে। বাকি ১৯টা বাদ দিয়ে ২০ নম্বরে থাকা পুলিশ ধরে টানাটানি করলে তো হবে না।


ডিএমপি কমিশনার বলেন, ঈদের বন্ধে রাজধানীতে বিচ্ছিন্নভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা ঈদের আগেই অনেক ছিনতাইকারীকে গ্রেফতার করেছিলাম। কিন্তু এরপরও দুঃখজনকভাবে বিষয়গুলো ঘটেছে। পুলিশ এসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক আছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে।


আরও পড়ুন: ধানমন্ডিতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ


তিনি বলেন, পুলিশ কনস্টেবলকে হত্যার ঘটনায় আমরা সবাইকে গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদের পর আদালতে নেওয়া হয়েছে। সাংবাদিক রাকিবুল হাসানকে কুপিয়ে আহত করার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


পুলিশ কর্মকর্তা জানান, সাংবাদিক রাকিবুল হাসানের উপর হামলাকারী গ্রেফতার দুজনের মধ্যে একজন পাঠাও চালক ও আরেকজন ইলিক্ট্রিসিয়ান। তারা নিজেদের পেশার পাশাপাশি ছিনতাইয়ে জড়িত।


পুলিশের ডাটাবেজ অনুযায়ী ঢাকায় প্রায় ৬ হাজার ছিনতাইকারী আছে, ডাটাবেজে তথ্য থাকলেও ছিনতাইকারীরা কেন বার বার ফিরে আসে- এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, প্রত্যেকে গ্রেফতার হয়েছে বলেই আমাদের ডাটাবেইজে নাম আছে। আমরা প্রত্যেককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।


জেবি/ আরএইচ/