ইউক্রেনের রাজধানীতে দফায় দফায় হামলা ও বিস্ফোরণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ইউক্রেনের
রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণ
ও হামলা হয়েচ্ছে । পূর্ব এশিয়ার এই দেশটিতে রাশিয়ার
হামলার জোরালো আশঙ্কার মধ্যেই খোদ রাজধানীতে বিস্ফোরণের
খবর সামনে এলো।
বৃহস্পতিবার
(২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই
তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসি’র সংবাদদাতা পল
অ্যাডামস ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন,
কিছুক্ষণ আগে সেখানে তিনি
পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের
শব্দ শুনেছেন। এছাড়া কিয়েভ থেকে সরাসরি সম্প্রচারিত
হওয়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র একটি অনুষ্ঠানেও
বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া
গেছে।
এদিকে
বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের
পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকা ছাড়াও দেশের অন্যান্য স্থান থেকে বিস্ফোরণের খবর
পাওয়া যাচ্ছে।
এর আগে বিবিসির সংবাদদাতারা
নিশ্চিত করেছিলেন যে, তারা রাজধানী
কিয়েভের পাশাপাশি দোনেতস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক এলাকায়ও বিকট শব্দ শুনেছেন।
এছাড়া উত্তর-পূর্ব ইউক্রেনের খারকিভে, দক্ষিণাঞ্চলীয় ওদেসায় এবং পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলের অবলাস্ট এলাকায়ও বিস্ফোরণ হয়েছে বলে সোশ্যাল মিডিয়ার তথ্যে