ডেঙ্গুতে আরও ৫ জনের প্রাণহানি, হাসপাতালে ৬৭৮
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩
একদিনে (২৪ ঘণ্টায়) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, একদিনে (গত ২৪ ঘণ্টায়) হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার ৪২৯ জন এবং ঢাকার বাইরের ২৪৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আরও পড়ুন: জলাবদ্ধতা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসির সবার ছুটি বাতিল
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৮৭১ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ১৪১ জন। মারা গেছেন ৬১ জন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
জেবি/এসবি