‘সরি মা’ লিখে তরুণীর আত্মহত্যা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ৫ই জুলাই ২০২৩
আসামরাজ্যরে গুয়াহাটির গান্ধী মন্ডপে চাঞ্চল্যকর ঘটনার খবর পাওয়া গেছে।
জানা যায়, তরুণীর আপত্তিকর ছবি সামাজিকমাধ্যমের ভাইরাল হয়েছিল। এরপর সোমবার (৩ জুলাই) জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নেন ওই তরুণী। নিহত তরুণীর নাম তানিশা শর্মা( ১৯)।
তরুণীর পরিবারের অভিযোগ, তানিশা শর্মার আপত্তিকর ছবি ভাইরাল করেছিলেন তার বন্ধু অমিত মেধি। মৃত্যুর আগে তানিশা শর্মা একটি সুইসাইড নোটে লিখে গেছেন।
মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত অমিত মেধিকে গ্রেফতার করেছে পুলিশ। তার মোবাইল ফোন থেকে তরুণীর বেশ কিছু আপত্তিকর ছবি ও ভিডিও উদ্ধার করেছে পুলিশ।
রাত ১২টার পর অভিযুক্তকে গ্রেফতার করে ডাক্তারি পরীক্ষার জন্য গুয়াহাটি জিএমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত অমিত মেধির বতর্মানে কোনও অনুসূচনা নেই।
জেবি/এসবি