বৃষ্টিতে বন্ধ বাংলাদেশের খেলা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩
বৃষ্টির কারণে আফগানদের সঙ্গে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের খেলা আপাতত বন্ধ রয়েছে। ১৫.১ ওভার হওয়ার পরই বন্ধ হয়ে যায় খেলা।
প্রথম ওয়ানডে শুরুর আগে থেকেই চট্টগ্রামের সাগরিকায় বৃষ্টির শঙ্কা ছিল। নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও মেঘের চোখরাঙানি ছিল।
আরও পড়ুন: ফিরলেন তামিম
বুধবার (৫ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। দলীয় ৭২ রানের মাথায় ৩ উইকেট হারিয়েছে টাইগাররা। এক এক করে ফিরে গেছেন তামিম (১৩), লিটন (২৬) এবং নাজমুল হোসেন শান্ত (১২)।
আরও পড়ুন: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ১৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৪। ৪ রান নিয়ে ব্যাট করছেন সাকিব আল হাসান। তার সঙ্গী তাওহিদ হৃদয়ও ব্যাট করছেন ৮ রান নিয়ে।
জেবি/এসবি