দৌলতদিয়া লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রিয়জনদের ছেড়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবি মানুষ। দৌলতদিয়া লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। আবার অনেক যাত্রীকে তাদের পরিবার-পরিজন নিয়ে ঢাকা থেকে ঘরমুখো হতেও দেখা গেছে।
বুধবার (৫ জুলাই) দৌলতদিয়া লঞ্চঘাট এলাকা ঘুরে যাত্রীদের ভিড়ের চিত্র দেখা যায়। ঘাটে চলাচলকারী দূরপাল্লার বাসের কোনো জট না থাকায় যাত্রীরা অনায়াসে লঞ্চে উঠে স্বাচ্ছন্দ্যে ঢাকায় ফিরতে পারছেন।
আরও পড়ুন: দৌলতদিয়া ঘাটে রাজধানীমুখী মানুষের ভিড়, দুর্ভোগ নেই
বিআইডব্লিউটিএর দৌলতদিয়া লঞ্চঘাটের দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন জানান, ঈদুল আজহার ছুটি শেষে লঞ্চে ঢাকামুখী যাত্রীদের চাপ অনেকটাই বেশি। তবে ঢাকা ফেরত যাত্রীদের চাপ তেমন একটা নেই বলে জানান।
পরিদর্শক আফতাব হোসেন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি লঞ্চের মধ্যে ১৮টি লঞ্চ বর্তমানে চলাচল করছে। যাত্রীসংখ্যা বাড়লে বাকি লঞ্চগুলো চলবে বলে জানান তিনি।
জেবি/ আরএইচ/