আফগানদের কাছে ১৭ রানে হারল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৬ই জুলাই ২০২৩

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার (৫ জুলাই) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাক-ওয়ার্থ লুইস পদ্ধতিতে আফগানিস্তানের কাছে ১৭ রানে হারল বাংলাদেশ। কয়েক দফা বৃষ্টিতে ৪৩ ওভারে নেমে আসে ম্যাচটি। ৯ উইকেটে ১৬৯ রান তোলে টাইগাররা।
ফের বৃষ্টির বাগড়ায় আফগানদের সামনে শেষ পর্যন্ত লক্ষ্য দাঁড়ায় ১৬৪। লক্ষ্য তাড়া করতে নেমে ২১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে আফগানরা ৮৩ রান তোলার পর আবার নামে বৃষ্টি। এরপর আর খেলা শুরু করা যায়নি। বৃষ্টি আইনে জয় পায় আফগানরা।
আরও পড়ুন: হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক দিলেন তামিম
এই জয় বাংলাদেশের মাঠে স্বাগতিকদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে পরিসংখ্যানে সমতা আনল আফগানরা। ৮ ম্যাচে দুই দলের জয়ই ৪টি করে।
প্রথম ম্যাচ জিতে ১-০-তে সিরিজে এগিয়ে গেল আফগানরা। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ৮ জুলাই একই ভেন্যুতে।
জেবি/এসবি