রাম চরণের হাতঘড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩
দক্ষিণী ছবির সুপারস্টার রাম চরণ। বিলাসবহুল বাড়ি-গাড়ির প্রতি ভালোবাসা কম নয় তার। এবার তার একটি হাতঘড়ি নজর কেড়েছে নেটাগরিকদের। কারণ এ ঘড়ির দাম শুনলে চোখ কপালে উঠে যাবে!
সম্প্রতি দেশটির হায়দরাবাদ বিমান বন্দুরে ক্যামেরাবন্দি হন রাম চরণ। ছবিটি এখন অন্তর্জালে ভেসে বেড়াচ্ছে। এ ছবিতে তার বাঁ হাতে একটি ঘড়ি দেখা গেছে; যা নিয়ে জোর চর্চা চলছে। কারণ রাম চরণের ঘড়িতে আটকে গেছে নেটাগরিকদের চোখ।
দেশটির জনপ্রিয় গণমাধ্যম সিয়াসাত ডটকম জানায়, রাম চরণের হাতের ঘড়িটি রোলেক্স ব্র্যান্ডের। ঘড়িটির মডেল জিএমটি মাস্টার ২ (২০২২)। হোয়াইট গোল্ডের এ ঘড়ির মূল্য ২০ লাখ ৪ হাজার রুপি ( যা বাংলাদেশি মুদ্রায় ২৬ লাখ টাকার বেশি)।
আরও পড়ুন: মুক্তির আগেই বলিউড বাদশার ২ ছবির আয় ৬০০ কোটি
সবশেষ রাম চরণ অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। গেল বছরের ২৫ মার্চ মুক্তি পায় এটি। কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমার 'নাটু-নাটু' গানটি অস্কার পুরস্কার অর্জন করেছেন।
জেবি/এসবি