মুক্তির আগেই বলিউড বাদশার ২ ছবির আয় ৬০০ কোটি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩
দীর্ঘ চার বছর পর 'পাঠান' ছবি দিয়ে বড় পর্দায় ফিরেছেন বাদশা শাহরুখ খান। তার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করে দর্শকদের। পাশাপাশি বক্স অফিসে ঝড় তুলেছিলেন এই চিত্রনায়ক।
বলিউড বাদশার পরবর্তী সিনেমা ‘জওয়ান’ ও ‘ডানকি’। দুটো সিনেমাই এ বছরের শেষের দিকে মুক্তির কথা রয়েছে। কিন্তু মুক্তির আগেই ছবি দুটো থেকে ৬০০ কোটি টাকার বেশি আয় করা হয়েছে।
শাহরুখ খানের ঘনিষ্ঠজন ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, '‘জওয়ান’ সিনেমার ডিজিটাল সেটেলাইট এবং গানের স্বত্ত্ব ২৫০ কোটি রুপিতে বিক্রি হয়েছে। অন্যদিকে ‘ডানকি’ সিনেমার ডিজিটাল সেটেলাইট এবং গানের স্বত্ত্ব ২৩০ কোটি রুপিতে বিক্রি হয়েছে।' দুটি ছবির মোট স্বত্ত্ব বিক্রি হয়েছে ৪৮০ কোটি রুপিতে। বাংলাদেশি মুদ্রায় ৬৩৩ কোটি ৩২ লাখ টাকার বেশি।
আরও পাড়ুন: যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন শাকিব খান
বক্সঅফিস ওয়ার্ল্ডওয়াইড এক প্রতিবেদনে জানায়, ‘জওয়ান’ সিনেমার গানের স্বত্ত্ব কেনার জন্য অনেক কোম্পানি চেষ্টা করেছে। তবে ৩৬ কোটি রুপিতে সিনেমাটির গানের স্বত্ত্ব কিনেছে টি-সিরিজ।
আরও পাড়ুন: সৃজিতের সিনেমায় শুভশ্রীর বদলে জয়া আহসান
‘জওয়ান’ সিনেমা বানিয়েছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। প্রযোজনা করছে শাহরুখের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। আগামী ৭ সেপ্টেম্বর এটি মুক্তির কথা রয়েছে।
অপরদিকে, রাজকুমার হিরানি নির্মাণ করছেন ‘ডানকি’ সিনেমা। সিনেমাটিতে সেনা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। এতে শাহরুখের বিপরীতে রয়েছেন তাপসী পান্নু।
জেবি/এসবি