যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন শাকিব খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:৪৭ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩
এবারের ঈদে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের ‘প্রিয়তমা’সিনেমা মুক্তি পায়। দর্শক চাহিদা তুঙ্গে থাকা এই ছবির দেশের গণ্ডি পেড়িয়ে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। আগামী ৭ জুলাই সে দেশে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে দুদিন আগে যুক্তরাষ্ট্র উড়াল দিয়েছেন শাকিব।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে বেশ কয়েক দিন থাকবেন এই অভিনেতা। তারপর দেশে এসে নতুন ছবির কাজ শুরু করবেন। সেই সিনেমায় নায়িকা থাকবেন কলকাতার টিভি নাটকের পরিচিত মুখ।
দেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। এরই মধ্যে প্রশংসায় ভাসছে সিনেমাটি। শাকিব খানের দুর্দান্ত অভিনয়, গল্প ও নির্মাণ থেকে সব কিছুই মুগ্ধ করেছে দর্শকদের।
আরও পড়ুন: সৃজিতের সিনেমায় শুভশ্রীর বদলে জয়া আহসান
আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমাটি বানিয়েছেন হিমেল আশরাফ। রোমান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের এই সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।
আরও পড়ুন: যে কারণে প্রেমিককে সামনে আনলেন মাহি
শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।
জেবি/এসবি