সৃজিতের সিনেমায় শুভশ্রীর বদলে জয়া আহসান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩


সৃজিতের সিনেমায় শুভশ্রীর বদলে জয়া আহসান
শুভশ্রী গাঙ্গুলি - জয়া আহসান

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অন্তঃসত্ত্বা হওয়ায় কারণে ‘দশম অবতার’ নামের সিনেমাটি থেকে সরে দাঁড়াতে হচ্ছে! যার ফলে তার জায়গায় প্রস্তাব দেওয়া হয়েছে  দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। 


বিনোদনভিত্তিক পোর্টাল ওটিটি প্লে’কে এমনটি জানিয়েছেন এই সিনেমার নির্মাতা সৃজিত মুখার্জি। এই পরিচালকের ভাষ্য, জয়া চরিত্রটি করছেন। বর্তমানে তিনি পাণ্ডুলিপি পড়ছেন। এর মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর সৃজিতের সিনেমায় ফিরছেন জয়া।


আরও পড়ুন: যে কারণে প্রেমিককে সামনে আনলেন মাহি


এরাগে, পরিচালকের ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’তে অভিনয় করেন জয়া আহসান। 


আরও পড়ুন: সৃজিতকে নিয়ে নতুন তথ্য প্রকাশ করলেন মিথিলা


উল্লেখ্য,  একসময় এই পরিচালক-অভিনেত্রীর মধ্যে প্রেমের রটেছিল। যদিও সৃজিতের সঙ্গে প্রেমের খবর কোনওদিনই স্বীকার করেননি জয়া আহসান। বরাবরই এই অভিনেত্রী ও নির্মাতা দাবি করে আসছেন যে, প্রেমের বিষয়টি পুরোটাই গুজব।


জেবি/এসবি