নানামুখী গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নিশিরাতের সরকার: রিজভী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩


নানামুখী গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নিশিরাতের সরকার: রিজভী
ছবিটি রাজধানীর নয়াপল্টন বিএনপির কার্যালয় থেকে তোলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে নিজেদের অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখার নানামুখী গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নিশিরাতের সরকার।


বৃহস্পতিবার (৬ জুলাই) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


রিজভী বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করে বর্তমান সরকার ক্ষমতাকে স্থায়ী করার নীলনকশা করছে। মূলত, আজ্ঞাবহ ইসি প্রধানমন্ত্রীকে পুনরায় নির্বাচিত করার একটি মেশিন।


রিজভী বলেন, ক্ষমতাসীন দলের নেতাদের সংলাপ নিয়ে ক্ষীণস্বর কর্পুরের মতো। তাদের সংলাপের কথা মাটিতে পড়ার আগেই হাওয়ায় মিলিয়ে যায়। সংলাপ নিয়ে আওয়ামী নেতাদের পরস্পর বিরোধী বক্তব্যে তারা জাতীয় তামাশার মূখপাত্র হিসেবে বিবেচিত হয়েছেন জনগনের কাছে।


নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পূনঃপ্রবর্তনই হবে সংলাপ বা যেকোনো আলোচনার মূল ভিত্তি বা এজেন্ডা হবে উল্লেখ করে বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা শুনলেই শাসকগোষ্ঠির ক্রোধবহ্নি জ্বলতে থাকে। কারণ, এরা দেশের সকল গনতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে নির্বিকার ও নিবিষ্টচিত্তে। সুতরাং বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন আশা করা সূর্য পূর্ব থেকে পশ্চিমে ওঠার শামিল।’


আরও পড়ুন: সরকারী সন্ত্রাসীদের দাপটে গোটা জাতি আজ নিরাপত্তাহীন: রিজভী


রুহুল কবির রিজভী বলেন, ‘একের পর এক দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে শেখ হাসিনা দেশে নিষ্ঠুর নাৎসি শাসন অব্যাহত রেখেছে। প্রধানমন্ত্রী আজীবন ক্ষমতায় থাকতে ও দুর্নীতিকে অবাধ রাখার জন্য সংবিধান কাটাছেড়া করে-সংশোধনী, কালাকানুন, ইনডেমনিটি সবকিছু পাশ করে নিয়েছেন বিনা ভোটের অবৈধ সংসদে।’


‘পুরো ভোট বাতিলের ক্ষমতা কেড়ে নিয়ে আজ্ঞাবাহী নির্বাচন কমিশনের প্রস্তাবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল পাস করেছে ভুয়া ভোটের এমপিরা। নিজের স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে নির্বাচন কমিশন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন।’


এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, আব্দুস সাত্তার পাটোয়ারী, তারিকুল ইসলাম তেনজিং, খান রবিউল ইসলাম প্রমুখ।


জেবি/ আরএইচ/