তামিমের বিদায়ে টাইগার শোয়েবের আহাজারি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩
চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর দেড়টায় চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে এক সংবাদ সম্মেলেন এ ঘোষণা দিয়েছেন তিনি।
বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়া তামিম বলেন, “আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হুট করে নেওয়া নয়। অনেকদিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।”
আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে যা বললেন তামিম
এদিকে, তামিমের এমন অবসর মেনে নিতে পারেননি টাইগার ক্রিকেটের খ্যাতনামা ভক্ত শোয়েব আলী। তাকে বৃষ্টিতে ভিজে রাস্তা চাপড়ে আহাজারি করতে দেখা যায়। পরে তিনি সাংবাদিকদের বলেন, “এটা মানতে পারি না। এই ধরনের ডিসিশনের কখনো আঁচ পাই নাই। এমন কিছু হবে কখনো ভাবতে পারিনি। এটা মানতে পারছি না।”
জেবি/এসবি