Logo

ফিফা বর্ষসেরা ফুটবলার উসমান দেম্বেলে

profile picture
ক্রীড়া ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৫, ১৬:৪৮
2Shares
ফিফা বর্ষসেরা ফুটবলার উসমান দেম্বেলে
ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সব তারকাকে পেছনে ফেলে ২০২৫ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।

বিজ্ঞাপন

প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানোর স্বীকৃতি হিসেবেই তার হাতে উঠেছে এই মর্যাদাপূর্ণ পুরস্কার।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কাতারের রাজধানী দোহায় আয়োজিত ফিফার জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেম্বেলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে তিনি জিতেছিলেন ব্যালন ডি’অরও।

বিজ্ঞাপন

২০২৪–২৫ মৌসুমে পিএসজির হয়ে চারটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দেম্বেলে। বিশেষ করে ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পেছনে ছিলেন প্রধান নায়ক। ইউরোপ সেরার মঞ্চে তিনি করেন ৮ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমজুড়ে ৫৩ ম্যাচে তার নামের পাশে ছিল ৩৫ গোল ও ১৬টি অ্যাসিস্ট।

ঘরোয়া ফুটবলেও ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ছিলেন অপ্রতিরোধ্য। পিএসজির হয়ে লিগ আঁ, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সুপার কাপের ফাইনালে একমাত্র জয়সূচক গোলটিও আসে তার পা থেকেই।

বিজ্ঞাপন

এবারের ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিছুটা ভিন্নতা আনে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মূল অনুষ্ঠান শুরুর আগেই পুসকাস অ্যাওয়ার্ড, ফিফা ফেয়ার প্লে এবং সেরা গোলরক্ষকের পুরস্কার ঘোষণা করা হয়। ফলে সবার নজর কেন্দ্রীভূত ছিল বর্ষসেরা নারী ও পুরুষ ফুটবলারের ঘোষণায়।

২০২৫ সালে প্রথমবার ৩২ দল নিয়ে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও দেম্বেলের প্রভাব ছিল স্পষ্ট। চোটের কারণে গ্রুপ পর্ব মিস করলেও নকআউট পর্বে ফিরে কোয়ার্টার ও সেমিফাইনালে গুরুত্বপূর্ণ গোল করে দলকে ফাইনালে তোলেন তিনি। যদিও শেষ পর্যন্ত চেলসির কাছে হেরে রানার্সআপ হয় পিএসজি।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD