Logo

আইপিএল নিলামে মোস্তাফিজের দাম নিয়ে যা জানালেন মাশরাফী

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৬ ডিসেম্বর, ২০২৫, ২১:৪২
14Shares
আইপিএল নিলামে মোস্তাফিজের দাম নিয়ে যা জানালেন মাশরাফী
ছবি: সংগৃহীত

আইপিএল নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন কাটার মাষ্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। আর তার এই রেকর্ডমূল্যকে স্বাভাবিক বলেই দেখছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। বর্তমান পারফরম্যান্স বিবেচনায় মোস্তাফিজের এমন দামে বিক্রি হওয়ায় বিস্ময়ের কিছু দেখছেন না দেশের সফলতম এই অধিনায়ক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের ১৯তম আসরের মিনি নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এই অঙ্কে বিক্রি হয়ে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটারের স্বীকৃতি পান বাঁহাতি এই পেসার।

এর আগে বাংলাদেশিদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ মূল্য ছিল সাকিব আল হাসানের। ২০২১ সালে তাঁকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মাশরাফী নিজেও ২০০৯ সালে কলকাতার হয়ে খেলেছিলেন; সে সময় তাঁকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিটি ব্যয় করেছিল ৬ লাখ মার্কিন ডলার, যা তখনকার বিনিময়মূল্যে প্রায় তিন কোটি রুপির কাছাকাছি।

বিজ্ঞাপন

দীর্ঘ আইপিএল ক্যারিয়ার থাকা সত্ত্বেও এর আগে কখনো ২ কোটি ২০ লাখ রুপির বেশি দাম পাননি মোস্তাফিজুর রহমান। তবে এবারের নিলামে একেবারেই ভিন্ন চিত্র দেখা গেছে। একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহে দ্রুত বাড়তে থাকে তাঁর দাম, শেষ পর্যন্ত রেকর্ড গড়েই থামে দাম।

মোস্তাফিজকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে সাবেক এই পেসার লেখেন,

‘মুস্তাফিজ ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে খেলবে—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। অভিনন্দন ফিজ। বর্তমান ফর্ম বিবেচনায় এতে অবাক হওয়ার কিছু নেই। ইনশা-আল্লাহ, সে দারুণ কিছু করবে।’

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সও মোস্তাফিজের পক্ষে কথা বলছে। জাতীয় দলের বাইরে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতেও নিয়মিত সফল তিনি। চলমান টুর্নামেন্টে দুবাই ক্যাপিটালসের হয়ে চার ম্যাচে ছয় উইকেট নিয়ে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন এই কাটার ।

কলকাতা নাইট রাইডার্সে খেলতে যাওয়া মোস্তাফিজ বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার, যিনি এই ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে চাপাবেন। এর আগে মাশরাফী, সাকিব আল হাসান ও লিটন দাস কলকাতার হয়ে খেলেছেন। আইপিএলে এটি হবে মোস্তাফিজের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি—আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে।

বিজ্ঞাপন

সব মিলিয়ে আইপিএলে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নেওয়া মোস্তাফিজ ২০১৬ সালে অভিষেক আসরেই হায়দরাবাদকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন। সেই শুরু থেকে এখনো ‘কাটার মাস্টার’ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আস্থার নাম হয়ে আছেন তিনি।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD