Logo

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামী ক্রিকেটার যারা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ ডিসেম্বর, ২০২৫, ১৪:০১
12Shares
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামী ক্রিকেটার যারা
ছবি: সংগৃহীত

এবারের মিনি আইপিএল নিলামের জন্য ১৩৫৫ জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছিলেন। সেখান থেকে বাদ পড়েছেন প্রায় হাজারখানেক খেলোয়াড়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে ১০ দলে মোট ৭৭টি শূন্যস্থান পূরণ করতে নিলামে টেবিলে লড়বেন ৩৬৯ জন খেলোয়াড়। ১০ দলের জন্য বিদেশি কোটায় ফাঁকা রয়েছে ৩১টি।

আইপিএল নিলাম এলেই আলোচনায় থাকে কে হতে যাচ্ছেন এবারের সবচেয়ে দামী খেলোয়াড়। গত কয়েক মৌসুমে যেমন ঋশাভ পান্ত আইপিএল ইতিহাসের রেকর্ড দাম ২৭ কোটি রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে যান। ২০২৫ সালের মেগা নিলামেই ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দল পান ভেঙ্কটেশ আইয়ার। প্রতি বছরের নিলামে অর্থের ঝনঝনানি প্রমাণ করে, কত দ্রুত বিকশিত হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ।

বিজ্ঞাপন

২০০৮ সালে প্রথম আসরে মহেন্দ্র সিং ধোনি সর্বোচ্চ ৬ কোটি রুপিতে চেন্নাই সুপার কিংসে বিক্রি হন। পরের বছর কেভিন পিটারসেন ও অ্যান্ড্রু ফ্লিনটফ ৭ কোটি ৫৫ লাখ রুপিতে দল পান। প্রথমবার ১০ কোটি রুপি অতিক্রম করেন গৌতম গম্ভীর ২০১১ সালে, ১১ কোটি ৪ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের হন তিনি। পরের আসরে তার রেকর্ড ভাঙেন রবীন্দ্র জাদেজা। ২০১৪ ও ২০১৫ সালে টানা দুইবার সর্বোচ্চ দামের খেলোয়াড় হয়ে শিরোনামে আসেন যুবরাজ সিং।

বেন স্টোকস ২০১৭ ও ২০১৮ সালে ছিলেন সবার উপরে। ক্রিস মরিস ১৬ কোটি ২৫ লাখ রুপিতে ২০২১ সালের আইপিএলে চমক দেখান। আর ২০২৪ সালে ইতিহাস গড়েন মিচেল স্টার্ক। একই আসরে প্রথম খেলোয়াড় হিসেবে প্যাট কামিন্স বিশ কোটি রুপির ঘর ছাড়ালেও তাকে টপকে যান তারই অস্ট্রেলিয়ান সতীর্থ পেসার।

গত ১৮টি আসরের প্রত্যেকটিতে কে সর্বোচ্চ দামী খেলোয়াড় ছিলেন, তবে চলুন একনজরে দেখে নেওয়া যাক-

বিজ্ঞাপন

২০০৮ মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংস ৬ কোটি রুপি

২০০৯ কেভিন পিটারসেন, অ্যান্ড্রু ফ্লিনটফ বেঙ্গালুরু, চেন্নাই ৭ কোটি ৫৫ লাখ রুপি

২০১০ শেন বন্ড, কিয়েরন পোলার্ড কলকাতা, মুম্বাই ৪ কোটি ৮০ লাখ রুপি

বিজ্ঞাপন

২০১১ গৌতম গম্ভীর কলকাতা ১১ কোটি ৪ লাখ রুপি

২০১২ রবীন্দ্র জাদেজা চেন্নাই ১২ কোটি ৮০ লাখ রুপি

২০১৩ গ্লেন ম্যাক্সওয়েল মুম্বাই ৬ কোটি ৩০ লাখ রুপি

বিজ্ঞাপন

২০১৪ যুবরাজ সিং বেঙ্গালুরু ১৪ কোটি রুপি

২০১৫ যুবরাজ সিং দিল্লি ১৬ কোটি রুপি

বিজ্ঞাপন

২০১৬ শেন ওয়াটসন বেঙ্গালুরু ৯ কোটি ৫০ লাখ রুপি

২০১৭ বেন স্টোকস পুনে ১৪ কোটি ৫০ লাখ রুপি

২০১৮ বেন স্টোকস রাজস্থান ১২ কোটি ৫০ লাখ রুপি

বিজ্ঞাপন

২০১৯ জয়দেব উনারকাট, বরুণ চক্রবর্তী রাজস্থান, কলকাতা ৮ কোটি ৪০ লাখ রুপি

২০২০ প্যাট কামিন্স কলকাতা ১৫ কোটি ৫০ লাখ রুপি

২০২১ ক্রিস মরিস রাজস্থান ১৬ কোটি ২৫ লাখ রুপি

বিজ্ঞাপন

২০২২ ইশান কিষাণ মুম্বাই ১৫ কোটি ২৫ লাখ রুপি

২০২৩ স্যাম কারান পাঞ্জাব ১৮ কোটি ৫০ লাখ রুপি

২০২৪ মিচেল স্টার্ক কলকাতা ২৪ কোটি ৭৫ লাখ রুপি

বিজ্ঞাপন

২০২৫ ঋশাভ পান্ত লখনউ ২৭ কোটি রুপি

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD