পুত্রের ‘লিভ-ইন’ সম্পর্ক নিয়ে যা বললেন শ্রাবন্তী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:০৯ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি ভাতীয় এক গণমাধ্যম জানিয়েছেন, ব্যক্তি জীবনে ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় কোনো মেয়ের সঙ্গে ‘লিভ-ইন’ (বিয়ে ছাড়া একসঙ্গে বসবাস) করলে মোটেই আপত্তি নেই। অভিনেত্রীর ভাষ্য, জীবনটা সবার উপভোগ করা উচিত।
কিছুদিন হলো ‘আমি আমার মতো’ নামে একটি ছবির কাজ শুরু করেছেন শ্রাবন্তী। সিনেমায় তার চরিত্রের নাম সায়নি, যে লন্ডনে প্রেমিকের সঙ্গে ‘লিভ-ইন’ করে।
এ প্রসঙ্গের সূত্র ধরেই শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হয়, তার ছেলে যদি এ ধরনের সম্পর্কে জড়ায় তাহলে মেনে নেবেন কি না! শ্রাবন্তী কোনো রাখঢাক না রেখে সোজাসাপ্টা বললেন, “একদম ওকে। আমার কাছে এসব কোনো ব্যাপার না। আই থিংক, যে যেটাতে ভালো থাকে, তার সেটাই করা উচিত।”
আরও পড়ুন: রাম চরণের হাতঘড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে!
এদিকে, ছেলে অভিমন্যু কিশোর বয়স থেকেই চুটিয়ে প্রেম করছেন। তার প্রেমিকার নাম দামিনী ঘোষ। তাদের প্রেমের সম্পর্ক কয়েক বছরের। এটা মা শ্রাবন্তীও জানেন। মাঝে মাঝে তাদের দুজনকে নিয়ে অবকাশ যাপনে ভারতের বাইরে যান তিনি।
অপরদিকে, শ্রাবন্তীর তৃতীয় সংসার ভেঙেছে কয়েক বছর হলো। আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও এটা নিয়ে চলছে মামলা। এরমধ্যেই একাধিক প্রেমের গুঞ্জন শোনা গেছে তার। যদিও তা স্বীকার করেননি তিনি। সূত্র : টিভিনাইন বাংলা
জেবি/এসবি