ব্রাজিলে ভবন ধসে প্রাণ গেল ৮ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:৫৫ পূর্বাহ্ন, ৮ই জুলাই ২০২৩
ব্রাজিলে ভবন ধসে কমপক্ষে ৮ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫জন।
শুক্রবার (৭ জুলাই) দেশটির উত্তর-পূর্ব পার্নাম্বুকো রাজ্যের রেসিফ শহরে এ ঘটনা ঘটে।
আলজাজিরার জানিয়েছে, ধসে পড়ার পর চার তলা অ্যাপার্টমেন্ট ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন পাঁচজন। তাদের সন্ধানে ধ্বংসস্তূপের নিচে চলছে উদ্ধার অভিযান।
আরও পড়ুন: বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ জনের
তাৎক্ষণিকভাবে ভবন ধসের কারণ জানা যায়নি। তবে, নিরাপত্তাজনিত কারণে আশপাশের বাড়িগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।
আরও পড়ুন: কামরুপে ঘুষ নিয়ে গ্রেফতার পাটোয়ারি
উল্লেখ্য, রেসিফ শহরটিতে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। সাম্প্রতিক দিনগুলোতে শহরটি ভারী বৃষ্টিপাত হয়েছে। সামনে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
জেবি/এসবি