Logo

বিপিএলে বরিশালের আইকন তামিম

profile picture
জনবাণী ডেস্ক
৯ জুলাই, ২০২৩, ০৬:৩০
69Shares
বিপিএলে বরিশালের আইকন তামিম
ছবি: সংগৃহীত

এর আগে দুই বছর সাকিব আল হাসান খেলেছিলেন ফরচুন বরিশালে।

বিজ্ঞাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের পরবর্তী আসরে ফরচুন বরিশালের হয়ে মাঠ কাঁপাবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আইকন ক্রিকেটার হিসেবে এই ওপেনারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

শনিবার (৮ জুলাই) এক ভিডিও বার্তায়  বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজির মালিক মিজানুর রহমান।

বিজ্ঞাপন

এর আগে দুই বছর সাকিব আল হাসান খেলেছিলেন ফরচুন বরিশালে। বিপিএলের আগামী আসরে দলটিতে থাকছেন না তিনি। সাকিবের খেলার কথা রয়েছে রংপুর রাইডার্সের হয়ে। 

বিজ্ঞাপন

এক ভিডিও বার্তায় মিজানুর রহমান জানান, “ধন্যবাদ তামিমকে ফরচুন বরিশালে আবার যোগ দেওয়ার জন্য। তিনি আমাদের পুরোনো পরীক্ষিত বন্ধু। আমি আশা করি ২০২৪ সালে আমরা ভালো একটা দল গঠন করতে পারবো। তামিম তার নেতৃত্ব দেবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গেল আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন তামিম। কিন্তু তার দল খেলতে পারেনি প্লে অফে। দলে থাকলেও নেতৃত্ব দেননি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের একমাত্র সেঞ্চুরিয়ান। এখন অবধি এই ফরম্যাটে ২৪৮ ম্যাচ খেলে ১১৯.৭৪ স্ট্রাইক রেট ও ৩২.০৮ গড়ে ৭১৮৮ রান করেন তামিম।

আগামী বছরের (২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি) পরবর্তী বিপিএল আসর মাঠে গড়ানোর কথা ছিল। তবে জাতীয় নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি।

বিজ্ঞাপন

জেবি/এসবি 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD