সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসকদের মুক্তির দাবি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩


সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসকদের মুক্তির দাবি
ছবিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তোলা। জনবাণী

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় গ্রেফতার চিকিৎসকদের মুক্তির দাবি জানিয়েছে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।


রবিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জাতীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান ওজিএসবির নেতারা।


সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সালেহা বেগম চৌধুরী জানান, জটিল রোগীর চিকিৎসা করতে গিয়ে যদি চিকিৎসকরা হামলা-মামলার শিকার হন তাহলে চিকিৎসকরা আর জটিল রোগীর চিকিৎসা করতে সাহস পাবেন না। এতে রোগী মৃত্যুর হার বেড়ে যাবে।


আরও পড়ুন: সেন্ট্রাল হাসপাতালে প্রসূতির মৃত্যু, গ্রেফতার চিকিৎসকদের মুক্তির দাবি


ওজিএসবির সেক্রেটারি অধ্যাপক ডা. সালমা রৌফ বলেন, দুঃখজনক হলেও সত্যি চিকিৎসকরা চিকিৎসা দিতে ভয় পাচ্ছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারণ চিকিৎসা দিতে গিয়ে রোগীর মৃত্যু বা জটিলতা সৃষ্টি হলে কোন প্রকার তদন্ত না করেই সরাসরি ডাক্তারদের জেল হাজতে নিয়ে যাওয়া হচ্ছে।


ডা. সালমা বলেন, পৃথিবীর কোথাও জটিলতার জন্য ফৌজদারি মামলা হয় না। বিনা বিচারে গ্রেফতার চিকিৎসকদের জামিন না হওয়া দুষ্ট লোকদের সুযোগ করে দেওয়ার শামিল। তাই চিকিৎসকদের জামিন ও মামলা প্রত্যাহার করা হোক।


জেবি/ আরএইচ