আমার যা ইচ্ছা সেটাই পরব: উরফি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩


আমার যা ইচ্ছা সেটাই পরব: উরফি
উরফি জাভেদ

বলিউডের আলোচিত মডেল-অভিনেত্রী উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়ায় উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন তিনি। তবে লোকের নিন্দাকে পরোয়া না করে নিজের মতো করেই সাজতে ব্যস্ত এই মডেল।


সম্প্রতি গণমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন উরফি। তিনি বললেন, “এ সব সমালোচনা আমি মাথায়ই নিই না। কারণ, এখন অনেক বদলে গিয়েছি। টাকা-পয়সা আমাকে আকৃষ্ট করে না। কারণ, আমি নিজেই টাকা রোজগার করি। যারা সমালোচনা করছে আমি তাদের বিয়ে করতে যাচ্ছি না বা তাদের মায়ের সঙ্গেও দেখা করতে যাচ্ছি না। তাই আমার যা ইচ্ছা সেটাই পরব। এটাই আমার কাজ।”


আরও পড়ুন: দুই বছরে ভিত্তি ঠিক করেছি বলেই বাংলা সিনেমা ভালো লাগছে: নিপুণ


উরফি আরও বলেন, “এখন কারও সঙ্গে ডেটে যাওয়ার আগে তার টাকা-পয়সা না দেখলেও একটা সময় টাকা পয়সা দেখেই ডেটে যেতাম। কারণ, আমি বিএমডাব্লিউ, অডি পছন্দ করতাম। ডেটে যাওয়ার আমার একটাই ক্রাইটেরিয়া থাকত- আমি সেই ব্যক্তির বিএমডাব্লিউ বা অডি দেখলেই পছন্দ করে ফেলতাম। আমি সবসময় পাঁচতারকা হোটেলে যেতে চাইতাম। কোনো ক্যাফেতে নয়।”


জেবি/এসবি