Logo

ভারতের কাছে হারল বাংলাদেশের মেয়েরা

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুলাই, ২০২৩, ০৪:৪৮
33Shares
ভারতের কাছে হারল বাংলাদেশের মেয়েরা
ছবি: সংগৃহীত

টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারতীয় মেয়েদের বোলিং তোপে ৫ উইকেটে ১১১ রানে থামে বাংলাদেশ।

বিজ্ঞাপন

দীর্ঘ ১১ বছর পর মিরপুরের হোম অব ক্রিকেটে মাঠে নেমে বাজিমাত করতে পারল না বাংলাদেশের মেয়েরা। ভারতের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

রবিবার (৯ জুলাই) টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারতীয় মেয়েদের বোলিং তোপে ৫ উইকেটে ১১১ রানে থামে বাংলাদেশ। ৭ উইকেট হাতে রেখেই ১৬.২ ওভারেই ম্যাচ জেতে ভারত। ৩ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় হারমনপ্রীত কৌরের দল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ম্যাচে ব্যাট করতে নেমে নিগার ৭ বলে ২ রান করে রানআউট হন। সোবহানার ২৩ রান করেছেন ৩৩ বলে। স্বর্ণা আক্তার ২৮ বলে অপরাজিত থাকেন ২৮ রান করে। ভারতের হয়ে পূজা, মানি ও শেফালি ভার্মা ১টি করে উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

শুরুতে যে ধাক্কা ছিল তা সামলে ভারতকে জয়ের দিকে নিয়ে যান দুই অভিজ্ঞ ব্যাটার স্মৃতি মান্ধানা ও হারমানপ্রীত। তারা ৭০ রানের জুটি গড়েন। মান্ধানা ৩৪ বলে ৩৮ রান করে সুলতানার বলে আউট হন। হাল ধরে রাখে অপরাজিত হারমনপ্রীত। তিনি ৩৫ বল খেলে ৫৪ রান করেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD