চলবে ১৭ জুলাই পর্যন্ত
এইচএসসির ফরম পূরণ শুরু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩
২০২৩ সালের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ আজ (রবিবার) থেকে শুরু হয়েছে। বিলম্ব ফি ছাড়া এ ফর্ম পূরণ চলবে ১৭ জুলাই পর্যন্ত।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে গত ১৫ জুন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, কোনো কারণে নির্ধারিত সময়ে ফরম পূরণে ব্যর্থ হলে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ২৭ জুলাই ফরম পূরণ করা যাবে।
প্রতিটি শাখার জন্য বোর্ড থেকে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আলিমের ফরম পূরণের তারিখ ঘোষণা
বিজ্ঞান শাখার জন্য ২ হাজার ৬৮০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২ হাজার ১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।
তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের নৈর্বাচনিক বিষয়ে এবং ৪র্থ বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয়প্রতি আরও ১৪০ টাকা হারে যুক্ত হবে।
জেবি/ আরএইচ/