ডেঙ্গুতে একদিনে ৬ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৮৩৬


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩


ডেঙ্গুতে একদিনে ৬ জনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৮৩৬
ফাইল ছবি

দেশে একদিনে (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৩৬ ডেঙ্গু রোগী; যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ।


রবিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৩৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকায় ৫১৬ জন ও ঢাকার বাইরে ৩২০ জন। বর্তমানে সারাদেশে ২ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৬৮ জন ও ঢাকার বাইরে ৭৮২ জন।


আরও পড়ুন: ডেঙ্গু আরও বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী


এ বছরের ১ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১২ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকাতেই ৯ হাজার ৯০ জন ও ঢাকার বাইরে ৩ হাজার ৮৬৪ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে।


জেবি/এসবি