Logo

ফুটবল কিংবদন্তি লুইস সুয়ারেজ আর নেই

profile picture
জনবাণী ডেস্ক
১০ জুলাই, ২০২৩, ০৬:০১
32Shares
ফুটবল কিংবদন্তি লুইস সুয়ারেজ আর নেই
ছবি: সংগৃহীত

মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তাকে সর্বকালের সেরা স্পেনিয়ার্ড ফুটবলার গণ্য করা হয়।

বিজ্ঞাপন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্পেনের প্রথম ফুটবলার হিসেবে মর্যাদার ব্যালন ডি’অর জেতাকিংবদন্তি ফুটবলার  লুইস সুয়ারেজ। 

রবিবার (৮ জুলাই) তিনি মারা যান। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তাকে সর্বকালের সেরা স্পেনিয়ার্ড ফুটবলার গণ্য করা হয়।

বিজ্ঞাপন

তার পুরো নাম লুইস সুয়ারেজ মিরামোন্টেস। তিনি ১৯৩৫ সালে লা করুনিয়ায় জন্মগ্রহণ করেন। ফুটবল ক্যারিয়ার শুরু করেন নিজের শহরের ক্লাব দেপোর্তিভো লা করুনিয়ায়। ১৯৫৪ সালে বার্সেলোনার হয়ে ক্যারিয়ার শুরু করেন সুয়ারেজ। কাতালান ক্লাবটিতে কাটিয়েছেন প্রায় ৮ বছর। ১৯৬০ সালে হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফরোয়ার্ড ফেরেঙ্ক পুসকাসকে পেছনে ফেলে বার্সা ও স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে জিতে নেন ব্যালন ডি'অর। বার্সার হয়ে খেলেছেন ১৭৬ ম্যাচ। গোল করেছেন ৮০টি। স্প্যানিশ জায়ান্টদের হয়ে দুইবার লা লিগা এবং দুইবার স্প্যানিশ কাপ শিরোপা জিতেছেন তিনি।

বিজ্ঞাপন

মার্জিত এবং চমৎকার ফুটবল শৈলীর জন্য বেশ পরিচিত ছিলেন সুয়ারেজ। ফুটবল জগতে 'দ্য আর্কিটেক্ট' নামে পরিচিত ছিলেন তিনি। ১৯৬৪ সালে স্পেনের জাতীয় দলের হয়ে জেতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। স্পেনের হয়ে খেলেছেন ৩২ আন্তর্জাতিক ম্যাচ। গোল করেছেন ১৪টি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পরও ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ইন্টারের হয়ে কোচিং করিয়েছেন। এছাড়া স্পেনের অনূর্ধ্ব ২১ এবং সিনিয়র স্প্যানিশ টিমকেও কোচিং করিয়েছেন। এছাড়া বহু ইতালিয়ান এবং স্প্যানিশ ক্লাবকে কোচিং করিয়েছেন।

জেবি/এসবি

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD