পিএসজিতে যোগ দিলেন দ. কোরিয়ার লি কাং
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩
সম্প্রতি নতুন নতুন খেলোয়ার কিনেছে পিএসজি। সেই ধারাবাহিকতায় রিয়াল মায়োর্কা থেকে প্যারিসের ক্লাবটিতে নাম লিখিয়েছেন দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার লি কাং-ইন।
পিএসজি তাদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে কাং-ইনকে দলে টানার খবরটি জানিয়েছে। ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। চুক্তির আর্থিক বিষয়াদি নিয়ে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: যে শর্ত না মানলে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান
গেল দুই মৌসুমে স্প্যানিশ ক্লাব মায়োর্কার হয়ে খেলেছেন কাং-ইন। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ৭৩টি ম্যাচ খেলে তিনি গোল করেছেন ৭টি। দক্ষিণ কোরিয়া জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছেন কাং-ইন। কাতার বিশ্বকাপেও খেলেছেন তিনি।
আরও পড়ুন: ফুটবল কিংবদন্তি লুইস সুয়ারেজ আর নেই
গেল সপ্তাহে ক্রিস্তফ গালতিয়েকে সরিয়ে পিএসজির কোচের দায়িত্ব দেওয়া হয় লুইস এনরিকেকে। এই স্প্যানিয়ার্ড দায়িত্ব নেওয়ার পর চতুর্থ খেলোয়াড় হিসেবে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের শিবিরে নাম লেখালেন কাং-ইন।
জেবি/এসবি