বস্তিবাসীর সমস্যাগুলো সমাধান করা হবে: আরাফাত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩


বস্তিবাসীর সমস্যাগুলো সমাধান করা হবে: আরাফাত
ছবিটি রাজধানীল ক্যান্টনমেন্ট এলাকা থেকে তোলা

আমার নির্বাচনী এলাকার মানুষের সমস্যার কথা শুনে আপনাদের সঙ্গে পরামর্শ করে সে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। বস্তিতে বসবাসকারী নিম্ন আয়ের মানুষদের যে সমস্যাগুলো আছে, ধীরে ধীরে সেসবের সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।


সোমবার (১০ জুলাই) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন। 


আরাফাত জানান, বিভিন্ন সমস্যার কারণে অনেকে ভোট দিতে আসতে পারেন না। যত বেশি মানুষ ভোট দিতে আসবে নৌকা ততবেশি ভোট পাবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ঢাকা-১৭ আসনের এ নির্বাচনের মাধ্যমে গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দেব যে, আওয়ামী লীগ থাকলে এ দেশে গণতন্ত্র থাকে। 


আরও পড়ুন: বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে: আরাফাত


তিনি বলেছেন, স্বাধীনতাবিরোধী, উগ্রবাদী ও মৌলবাদী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। এখানে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ভোট বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে।


তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বইয়ে দেব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, এ নির্বাচনী এলাকায় যে সমস্যাগুলো পুঞ্জীভূত হয়ে আছে সেগুলোর সমাধান করতে।


জেবি/ আরএইচ/