ওদের স্পিন আক্রমণ বিশ্বসেরা, এটাই বাস্তবতা: নিক পোথাস


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ১১ই জুলাই ২০২৩


ওদের স্পিন আক্রমণ বিশ্বসেরা, এটাই বাস্তবতা: নিক পোথাস
সংবাদমাধ্যমে কথা বলছেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস।

আফগানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে পরাজয় বরণ করেছে বাংলাদেশ। সফরকারীদের স্পিন বুঝতেই পারছেন না স্বাগতিক দলের ব্যাটাররা। রশিদ খান, মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী- এই স্পিন ত্রয়ী যে কোন দলের জন্যই ভয়ংকর। 


আফগানিস্তানের স্পিনকে বিশ্বসেরা বললেন বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস। তিনি বলেন, “ওদের স্পিন আক্রমণ বিশ্বসেরা, এটাই বাস্তবতা। এ মানের স্পিন খেলতে পারলে সব ধরনের স্পিনের বিরুদ্ধে ভালো খেলা সম্ভব।”


পাশাপাশি বাংলাদেশ দলের সহকারী কোচ অকপটে বুঝিয়ে দিলেন, মাত্র দুই ম্যাচ দিয়ে বিশ্বমানের ক্রিকেটারদের বিবেচনা করা উচিত না।


আরও পড়ুন: পিএসজিতে যোগ দিলেন দ. কোরিয়ার লি কাং


সোমবার (১০ জুলাই) সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমে দক্ষিণ আফ্রিকান এই কোচ আরও বলেন, “আমরা খুব তাড়াতাড়ি ভুলে গিয়েছি যে আমরা ইংল্যান্ড, ভারত এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছি। আমরা দু'টি খেলার মাধ্যমে বিশ্বমানের ক্রিকেটারদের বিচার করছি। লম্বা সময়ের খেলা বিবেচনায় এনে আমাদের বিচার করা উচিত। মাত্র দু'টি খেলা দিয়ে নয়”।


জেবি/এসবি