Logo

রাশিয়ার ৫০ সৈন্য হত্যার দাবি ইউক্রেনের

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
16Shares
রাশিয়ার ৫০ সৈন্য হত্যার দাবি ইউক্রেনের
ছবি: সংগৃহীত

ইউক্রেনের সেনা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হামলায় রাশিয়ার প্রায় অর্ধশত সেনা নিহত হয়েছেন। সেইসঙ্গে তাদের দাবি, তারা রাশিয়ার অন্তত ছয়টি যু...

বিজ্ঞাপন

ইউক্রেনের সেনা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের হামলায় রাশিয়ার প্রায় অর্ধশত সেনা নিহত হয়েছেন। সেইসঙ্গে তাদের দাবি, তারা রাশিয়ার অন্তত ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছেন। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। বিবিসি জানায়, ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। বড় বড় শহরগুলোতে শোনা গেছে বিস্ফোরণের শব্দ।

ইউক্রেনের প্রধান প্রধান শহর কিয়েভ, খারকিভ, ওডিসা, মারিওপল ও ক্রামাতরস্কে এসব হামলা হয়েছে।

বিজ্ঞাপন

এ প্রেক্ষাপটে ইউক্রেনের রাজধানী কিয়েভে বেজে উঠেছে যুদ্ধের সাইরেন। শহরটি ছেড়ে অন্যত্র পালাতে শুরু করেছেন এর লাখ লাখ বাসিন্দা।

এর আগে বুধবার দিনের শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন।

বিবিসির খবরে বলা হয়, এ ঘোষণার কিছুক্ষণ পরই ইউক্রেনে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ছবিতে দেখা গেছে, শহরটির প্রধান প্রধান সড়কে গাড়ির দীর্ঘ সারি। এ গাড়িগুলো শহরের বাইরের দিকে যাওয়া পথে চলেছে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নজরদারি থেকে জানা যায়, শুধু কিয়েভ নয়, পুরো ইউক্রেন জুড়েই ছড়িয়ে পড়েছে যুদ্ধের আতঙ্ক।

কিয়েভের অনেক বাসিন্দা ইতোমধ্যে বোমা-আশ্রয়কেন্দ্রে আত্মগোপন করেছেন। অনেকে ভবনের বেসমেন্টে আশ্রয় নিয়েছেন।

টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে লোকজনকে সড়কে প্রার্থনা করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

কিয়েভ থেকে ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকার সংবাদদাতা লিউক হার্ডিং টুইটারে বলেন, রাস্তায় লোকজনের উপস্থিতি একেবারেই কম। লোকজন অর্থ সংগ্রহ করতে ব্যাংকের এটিএম বুথের সামনে জড়ো হচ্ছেন।

ইউক্রেনের পুলিশ বলেছে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ৭ জন নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্ক এলাকায় এ বোমা হামলা হয়েছে। পোডিলস্কের ওডেসা এলাকায় বোমা হামলা ৬ জন নিহত হয়েছেন। এ বোমা হামলায় আহত হয়েছেন সাত জন। ১৯ জন মানুষের কোনও খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ।

ওআ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD