শরিফুলের আরও এক উইকেট, বিপদে আফগানরা

বিশ রান পেরোনোর আগেই ৪ উইকেট খুইয়ে বসেছে আফগানরা।
বিজ্ঞাপন
শরিফুল, শরিফুল, তাসকিন এরপর ফের শরিফুল। আরও একবার আফগানিস্তান শিবিরে শরিফুল ইসলামের হানা। এবার তার শিকার মোহাম্মদ নবী। বিশ রান পেরোনোর আগেই ৪ উইকেট খুইয়ে বসেছে আফগানরা।
ইনিংসের নবম ওভারে রাউন্ড দ্য উইকেট থেকে আক্রমণে আসা শরিফুল বলটা ফেলেছিলেন অফ স্টাম্পের বাইরে। সেখান থেকে ভেতরের দিকে আসা বলটা ফ্লিক করতে চেয়েছিলেন নবী। কিন্তু ব্যাটে বলে হয়নি আদৌ।
বিজ্ঞাপন
বলটা সোজা গিয়ে আঘাত হানে তার প্যাডে। এলবিডব্লিউর আবেদন করেন শরিফুল। আম্পায়ার মাসুদুর রহমান আঙুল তুলে দেন তাতে।
বিজ্ঞাপন
তবে সিদ্ধান্তটা নবীর মনোপূত হয়নি। রিভিউ নিলেও বিফলেই গেছে তার দলের। রিপ্লেতে দেখা যায়, বলটা ব্যাটের কোণা তো মিস করেছেই, আঘাত হেনেছে স্টাম্পেও।
বিজ্ঞাপন
এরই সঙ্গে ব্যাট হাতে নবীর যাত্রা শেষ হয়। ১৫ রানে আফগানরা হারায় ৪ উইকেট।
বিজ্ঞাপন
জেবি/এসবি








