মৌলভীবাজারে ৩ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩


মৌলভীবাজারে ৩ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা
ছবি: জনবাণী

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগিতায় মঙ্গলবার (১১ জুলাই ২০২৩) মৌলভীবাজার কুলাউড়া উপজেলার রবির বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, হোটেল, ফার্মেসীতে  মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।


আরও পড়ুন: সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ বেকারীকে জরিমানা


তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা ও সংরক্ষণ করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে রবিরবাজারে অবস্থিত জালালাবাদ হোটেল এন্ড কনফেকশনারীকে ১০ হাজার টাকা, মা সবজি ভান্ডারকে ৫ শত টাকা, বিজয় এন্ড সন্সকে ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।


অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।


জেবি/ আরএইচ