সুযোগ পেয়েই শরিফুলের বাজিমাত


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩


সুযোগ পেয়েই শরিফুলের বাজিমাত
শরিফুলের উদযাপন। ছবি: ইএসপিএন

হারলেই প্রথমবারের মতো আফগানদের কাছে হোয়াইটওয়াশের লজ্জার রেকর্ড গড়বে টাইগাররা । এমন এই ম্যাচে টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। এ ম্যাচে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা। 


শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান  দল। ইনিংসের তৃতীয় ওভারেই  আঘাত হানেন বাঁ হাতি পেসার শরীফুল। তুলে নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরানকে। এক ওভারে দুই উইকেট নিয়ে শুরুতেই আফগানিস্তানকে চাপে ফেলে দেন এ বাঁ হাতি এই পেসার। তিনি একাই তুলে নেন চারটি উইকেট।


শরীফুলের পর আফগানের দলীয় ১৪ রানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রহমানুল্লাহকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান তাসকিন। হাশমতউল্লাহ শহীদিকে ২২ রানে সাজঘরে ফেরত পাঠান তাইজুল ইসলাম। মোহাম্মদ নবীকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তুলে নেন শরিফুল ইসলাম। নাজিবুল্লা জাদরান উইকেট হারান ১০ রানে। তিনি সাকিবের শিকার হন।


আরও পড়ুন: শরিফুলের আরও এক উইকেট, বিপদে আফগানরা


এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১১  রানে ব্যাট করছে আফগানিস্তান। ক্রিজে আছেন আজমতউল্লাহ ওমরজাই (৪৮), মুজিবর রহমান (২৮) রানে।


বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।


জেবি/এসবি