সিনিয়র সচিব খাজা মিয়া ওএসডি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩


সিনিয়র সচিব খাজা মিয়া ওএসডি
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।


মঙ্গলবার (১১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


২০২৪ সালের ৪ জুলাই পর্যন্ত তার চাকরির মেয়াদ আছে। বিধি লঙ্ঘন করে নিজ এলাকায় নিজের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া যায় সিনিয়র সচিব খাজা মিয়ার বিরুদ্ধে।


সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সরকারি কর্মচারীদের জন্য প্রণীত আচরণ বিধিমালা লঙ্ঘন করে ভোটের মাঠে নেমেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়া।  


আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ওএসডি


আগামী নির্বাচনে নিজ এলাকা নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়ে শুরু করেছেন নির্বাচনী প্রচার। অথচ তার চাকরির মেয়াদ আছে আরও এক বছর।  


গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তার অবসর পর ৩ বছর পার হওয়ার আগে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই।


জেবি/ আরএইচ/