সুইডেনে এক লাখ কপি কোরআন বিতরণ করবে কুয়েত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩
সুইডেনের রাজধানী স্টকহোমে ঈদুল আজহার দিনে মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে। মুসলিম দেশগুলো এর তীব্র বিরোধীতা ও কঠোর বিচার দাবি করেছে।
কুয়েত টাইমসের খবরে বলা হয়েছে, সোমবার (১০ জুলাই) দেশটির কোরআন মুদ্রণ ও প্রকাশনা বিভাগকে কোরআনের সুইডিশ অনুবাদ ছাপানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ।
মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ ও পারষ্পরিক সহাবস্থান প্রসারের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা কেএনএ।
কুয়েতের কোরআন মুদ্রণ ও প্রকাশনা বিভাগের চেয়ারম্যান ড. ফাহাদ আল-দাইহানি বলেন, 'কর্তৃপক্ষ তথ্য মন্ত্রী এবং এনডোমেন্টস এবং ইসলামিক বিষয়ক মন্ত্রী আবদুলরহমান আল-মুতাইরিকে নির্দেশনা বাস্তবায়ন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করার জন্য আদেশ দিয়েছে।'
আরও পড়ুন: বিদায়ী হাজিদের ২০ লাখ কপি কোরআন উপহার
তিনি বলেন, ইসলাম ধর্মের সহনশীলতার উপর জোর দেওয়া, ইসলামী নীতি ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং ভালবাসা, সহনশীলতা এবং শান্তির পরিবেশে সবার ইতিবাচক সহাবস্থানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ড. ফাহাদ আল-দাইহানি বলেন, কুয়েতের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত প্রক্রিয়ায় পবিত্র কোরআনের কপিগুলো সুইডেনে বিতরণ করা হবে।
গত ২৮ জুন ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে সালওয়ান মোমিকা নামের এক ইরাকি যুবক ও তার সহযোগী ঘোষণা দিয়ে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। ‘মতপ্রকাশের স্বাধীনতা’ অজুহাত দিয়ে তাদের এই কাজ করার অনুমতি দেন সুইডেনের একটি আদালত।
জেবি/ আরএইচ/