সুইডেনে এক লাখ কপি কোরআন বিতরণ করবে কুয়েত

সহনশীলতা এবং শান্তির পরিবেশে সবার ইতিবাচক সহাবস্থানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে
বিজ্ঞাপন
সুইডেনের রাজধানী স্টকহোমে ঈদুল আজহার দিনে মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে। মুসলিম দেশগুলো এর তীব্র বিরোধীতা ও কঠোর বিচার দাবি করেছে।
কুয়েত টাইমসের খবরে বলা হয়েছে, সোমবার (১০ জুলাই) দেশটির কোরআন মুদ্রণ ও প্রকাশনা বিভাগকে কোরআনের সুইডিশ অনুবাদ ছাপানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ।
বিজ্ঞাপন
মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ ও পারষ্পরিক সহাবস্থান প্রসারের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা কেএনএ।
বিজ্ঞাপন
কুয়েতের কোরআন মুদ্রণ ও প্রকাশনা বিভাগের চেয়ারম্যান ড. ফাহাদ আল-দাইহানি বলেন, 'কর্তৃপক্ষ তথ্য মন্ত্রী এবং এনডোমেন্টস এবং ইসলামিক বিষয়ক মন্ত্রী আবদুলরহমান আল-মুতাইরিকে নির্দেশনা বাস্তবায়ন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করার জন্য আদেশ দিয়েছে।'
আরও পড়ুন: বিদায়ী হাজিদের ২০ লাখ কপি কোরআন উপহার
বিজ্ঞাপন
তিনি বলেন, ইসলাম ধর্মের সহনশীলতার উপর জোর দেওয়া, ইসলামী নীতি ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং ভালবাসা, সহনশীলতা এবং শান্তির পরিবেশে সবার ইতিবাচক সহাবস্থানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ড. ফাহাদ আল-দাইহানি বলেন, কুয়েতের ওয়াকফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত প্রক্রিয়ায় পবিত্র কোরআনের কপিগুলো সুইডেনে বিতরণ করা হবে।
গত ২৮ জুন ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে সালওয়ান মোমিকা নামের এক ইরাকি যুবক ও তার সহযোগী ঘোষণা দিয়ে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। ‘মতপ্রকাশের স্বাধীনতা’ অজুহাত দিয়ে তাদের এই কাজ করার অনুমতি দেন সুইডেনের একটি আদালত।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








