মমেকে ৩৮ ডেঙ্গু রোগী ভর্তি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০২ পিএম, ১৩ই জুলাই ২০২৩

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ জন। বর্তমানে হাসপাতালে ৩৫ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে ২৮ জন পুরুষ ৯ জন নারী ও একজন শিশু রয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পার্সন ফরহাদ হোসেন হিরা।
আরও পড়ুন: ডিএনসিসি কোভিড হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড করার ঘোষণা
তিনি জানান, প্রতিদিন নতুন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। ভর্তিকৃত অধিকাংশ রোগীর অবস্থা স্থিতিশীল। তাদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
জেবি/ আরএইচ/