প্রেমের টানে চুয়াডাঙ্গায় চীনা যুবক
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুরের মেয়ে সোনিয়া ওরফে ফারিয়া সুলতানার সঙ্গে চীনা নাগরিক সাউই চুইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। দুই পরিবারের সম্মতিতে ঢাকায় তাদের বিয়ে হয়।
সোনিয়া ওরফে ফারিয়া সুলতানা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, চীনা যুবক সাউই চুইয়ের ঢাকায় গার্মেন্টসের ব্যবসা রয়েছে। সেখানে সোনিয়ার বোন চাকরি করেন। সেই সূত্র ধরেই সোনিয়ার সঙ্গে চীনা নাগরিক সাউই চুইয়ের পরিচয়। এরপর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে পাঁচ লাখ টাকা দেনমোহরে ঢাকায় তাদের বিয়ে সম্পন্ন হয়।
আরও পড়ুন: প্রেমের টানে ফরিদপুরে মালয়েশিয়ান তরুণী
এদিকে, সোমবার (১০ জুলাই) চুয়াডাঙ্গার গয়েশপুর শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাউই চুই। এরপর থেকেই আশপাশের নারী-পুরুষ একনজর দেখতে ভিড় জমান সোনিয়ার বাড়িতে।
ফারিয়ার মা আনজু খাতুন জানান, বিদেশি ছেলে বলে অনেক টেনশনে ছিলাম। এখন দেখছি জামাই অনেক ভালো ও শান্ত স্বভাবের। তার আচার-আচরণ অনেক ভালো।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইশাবুল ইসলাম মিল্টন জানান, চীনা যুবকের সঙ্গে আমার ইউনিয়নের গয়েশপুর গ্রামের মেয়ে সোনিয়ার বিয়ে হয়েছে বলে জেনেছি। পাঁচ লাখ টাকা দেনমোহরের মধ্যে তিন লাখ টাকা নগদ পরিশোধ করেছে। বাকি দুই লাখ টাকার স্বর্ণালঙ্কার দিয়েছেন।
জেবি/ আরএইচ