ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দিল্লি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৩


ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দিল্লি
ছবি: এএনআই

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। অতিবৃষ্টির পর যমুনা নদীর পানি বেড়ে তা শহরে ঢুকে পড়ে। আর এ বন্যার পানিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লিতে।


শুক্রবার (১৪ জুলাই) দিল্লির সবচেয়ে ব্যস্ততম সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ইন্দ্রপ্রস্থ মেট্রো স্টেশনের কাছে একটি ড্রেন ব্যবস্থা ভেঙে যাওয়ার পর গুরুত্বপূর্ণ সড়কটিতে পানি ঢুকে পড়ে।


আর এই ড্রেন ব্যবস্থা ভেঙে যাওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেনাবাহিনী ও জাতীয় দুর্যোগ প্রশমন বাহিনীর সহায়তা চেয়েছেন।


গতকাল বৃহস্পতিবার যমুনা নদীর পানির পানি রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। এরপর আবার ধীরে ধীরে তা কমা শুরু করে। তা সত্ত্বেও এখনো পানির নিচে রয়ে গেছে দিল্লির অনেক অঞ্চল।


আরও পড়ুন: মুখ‍্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ির কাছে বন্যা


আইটিও ও রাজঘাটের অনেক এলাকা এখনো পানির নিচে রয়েছে। এছাড়া রাজধানীর প্রাণকেন্দ্র তিলক মার্গ এলাকায় অবস্থিত সুপ্রিম কোর্টের আঙ্গিনায় বন্যার পানি ঢুকেছে। আইটিওতে সরকারি অনেক অফিস ও পুলিশের সদর দপ্তর অবস্থিত।


ভারতের বার্তাসংস্থা এএনআইয়ের প্রকাশিত ছবিতে দেখা গেছে, শহরের আইকনিক লালকেল্লার সামনের এলাকা বন্যার পানির নিচে রয়েছে। কয়েক জায়গায় ভেঙে পড়া ও পরিত্যাক্ত ট্রাক দাঁড়িয়ে আছে।


জেবি/ আরএইচ/