টিসিবির পণ্য বিক্রি শুরু কাল


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩


টিসিবির পণ্য বিক্রি শুরু কাল
ফাইল ছবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হচ্ছে আগামী রবিবার (১৬ জুলাই)। 


ঢাকা উত্তরের ১ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।


শনিবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ।


বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় চলতি বছরের জুলাই থেকে টিসিবির কার্ডধারী এক কোটি পরিবার কাছে ভর্তুকি মূল্যে চিনি, মসুর ডাল ও ভোজ্যতেলের সঙ্গে চালও বিক্রি হচ্ছে।


আরও পড়ুন: কিছুটা স্বস্তি মিলছে মাছ ও সবজির বাজারে


ভোক্তারা সর্বোচ্চ ১ কেজি চিনি ৭০ টাকা, মসুর ডাল ৬০ টাকা দরে ২ কেজি, সয়াবিন তেল লিটার ১শ টাকা করে সর্বোচ্চ ২ লিটার এবং ৩০ টাকা দরে চাল ৫ কেজি নিতে পারবেন।


আরও পড়ুন: আইএমএফ’র ফর্মুলায় রিজার্ভের হিসাব প্রকাশ কেন্দ্রীয় ব্যাংকের


এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানান, “খাদ্য অধিদফতর টিসিবির ডিলারদের চাহিদা অনুযায়ী চাল দেবে। ডিলাররা সেসব চাল তাদের বিক্রয়কেন্দ্রে নিয়ে কার্ডধারীদের কাছে বিক্রি করবেন। জুলাইয়ের বরাদ্দের সঙ্গে এ চাল যুক্ত হচ্ছে। যা রবিবার থেকে শুরু হচ্ছে।”


জেবি/এসবি