ফেনী জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩
ফেনী জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান।
সভায় উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দীন চৌধুরী।
আরও পড়ুন: ফেনীতে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালন
আরও উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী আজগর আলী, পুলিশ সুপার জাকির হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবদুল বাতেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক দাস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সীসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সাংসদ বিদায়ী জেলা প্রশাসকের দায়িত্ব পালনকালের বিভিন্ন সফল কর্মকান্ড উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন। এ সময় জেলা প্রশাসক সাংসদকে ঐতিহাসিক তথ্যভিত্তিক ফেনী গাইড নামে একটি সচিত্র নিউজ অ্যালবাম উপহার দেন।
জেবি/ আরএইচ/