আমরা কিয়েভের নিয়ন্ত্রণ হারাবো না: জেলেনস্কি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাশিয়া
ও ইউক্রেনের মধ্যে গত দুদিন ধরে হামলা-পাল্টা হামলা চলছে। আতঙ্কিত হাজার হাজার শরণার্থী
দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
এমন
মুহূর্তে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা কিয়েভে থাকার এবং রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই
করার প্রতিশ্রুতি দিয়েছেন
ইউক্রেনের
প্রেসিডেন্ট বলেন, আমি খোলাখুলিভাবেই বলছি। এই রাত দিনের চেয়ে কঠিন হবে। আমাদের দেশের
অনেক শহরে এখন হামলা অব্যাহত। বিশেষ করে তাদের লক্ষ্য কিয়েভ। কিন্তু আমরা রাজধানীর
নিয়ন্ত্রণ হারাবো না।
দেশবাসীর
উদ্দেশে তিনি আরও বলেন, এই রাতে শত্রুরা কঠোর অমানবিক উপায়ে আমাদের প্রতিরক্ষাকে ধ্বংস
করার জন্য সব রকমের শক্তি প্রয়োগ করে যাবে। রাতে একটি ঝড় তোলার চেষ্টা করবে রুশ বাহিনী।
এই
প্রতিবেদন লেখার সময় ইউক্রেনের স্থানীয় সময় ভোর প্রায় ৪টা। রাজধানীর আশপাশে তখন তুমুল
লড়াই চলছে ইউক্রেনীয় এবং রুশ বাহিনীর মধ্যে। অনেক হতাতেরও খবর পাওয় যাচ্ছে।
ওআ/